রাজশাহী ব্যুরো ঃ “শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্য নিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আয়োজিত পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান, ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এতে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মোসা: আসমা খাতুন । উপজেলা পরিষদের এই আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ তারিক উজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, স্যানিটারি ইন্সপেক্টর,ও অন্যান্য কর্মকর্তা / কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।