গোয়ালন্দে সাড়ে ১০ গ্রাম হিরোইন সহ আলোচিত দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে সাড়ে ১০ গ্রাম হেরোইন, ৯০টি ইয়াবা ট্যাবলেট ও ০১টি নোকিয়া বাটন ফোনসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার ১৮ই অক্টোবর সন্ধায় অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, ১৭ই অক্টোবর গভীর রাতে দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে ঢাকা খুলনা মহাসড়কে কে.কে.এস সেভ হোম এর প্রবেশ গেটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে যাত্রীবাহী মাহেন্দ্র এর যাত্রীবেশী, রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মতিন মোল্লার ছেলে মাদকব্যবসায়ী ১। সোহেল মোল্লা (২৮), ও একই উপজেলার ধুলদী জয়পুর গ্রামের সাদেক শেখ এর ছেলে ২। হাসিবুল হাসান (২৫),ওই দুই মাদক ব্যবসায়ী’কে সাড়ে ১০ গ্রাম হেরোইন,৯০টি ইয়াবা ট্যাবলেট ও একটি নোকিয়া বাটন মোবাইল ফোনসহ আটক করে পুলিশ। এর মধ্যে মাদক ব্যবসায়ী সোহেল মোল্লা এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলা ও হাসিবুল হাসান এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক মামলাসহ ০২ টি মামলা রয়েছে। পরে আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।