নরসিংদী শিবপুরে শেখ রাসেল এর জন্মদিন পালন
মাহবুব খান: নরসিংদীর শিবপুরে জাকজমক ও উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০ তম জন্মদিন পালন করা হয়ছে।
দিনটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় শিবপুর উপজেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পাঞ্জলি অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূঁইয়া মোহন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া,মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা ফিরোজ তালুকদার,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহসীন নাজির,সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান রাসেল,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান,আলমগীর মৃধা,পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি খোরশেদ আলম,সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমূখ।