বালিয়াকান্দিতে শাশুড়ি হত্যায় বেটার বউয়ের যাবজ্জীবন
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
রাজবাড়ীর বালিয়াকান্দিতে শাশুড়ি নুরজাহান বেগমের গলা কেটে হত্যার দায়ে গৃহবধূ রোজিনা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত রোজিনা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের বারেক শেখের স্ত্রী। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভীন এ রায় দেন। রায় প্রদানের সময় দণ্ডপ্রাপ্ত আসামি রোজিনা বেগম আদালতে উপস্থিত ছিলেন। মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৮ সালের ২৪ নভেম্বর রাতে নিয়ে ঘুমিয়ে পড়েন নুরজাহান বেগম। রাত সাড়ে ৩টার দিকে বাড়ির অন্যান্যরা মাঠে কপি কাটতে যান। ভোর ৪টার দিকে নসিমন চালক মেনন শেখকে রোজিনা বেগম ফোন করে বারেক শেখের সঙ্গে কথা বলে জানান, তার মায়ের ঘরের বিদ্যুৎ বন্ধ এবং ঘরের বেড়ায় কে যেন থাপ্পর দিচ্ছে। খবর পেয়ে তারা বাড়িতে এসে তারা নুরজাহান বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ভোরে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের হাতিমোহন গ্রামের নিজ শোবার ঘর থেকে মৃত বেলায়েত শেখের স্ত্রী নুরজাহান বেগমের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছেলে বারেক শেখ বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা করেন। রাজবাড়ীর জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) উজির আলী শেখ বলেন, চাঞ্চল্যকর এ মামলা তদন্ত শেষে পুলিশ আসামিকে গ্রেপ্তার করে। আদালত দীর্ঘ শুনানি শেষে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্তুষ্ট।