নেত্রকোনার বারহাট্টায় পুলিশের অভিযান ২টি গরুসহ এক চোর আটক
শহিদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনা জেলার বারহাট্টা থানা পুলিশ মঙ্গলবার ভোর রাতে চিরাম এলাকায় অভিযান চালিয়ে ২টি গরুসহ এক চোরকে আটক করেছে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ লুৎফর রহমান সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ খোকন কুমার সাহা এর নেতৃত্বে এস আই মোঃ মুন্তাজ আলী সঙ্গীয় ফোর্স সহ রাত্র অনুমান ০৩.৪৫ ঘটিকার সময় অত্র থানাধীন চিরাম এলাকায় অভিযান চালিয়ে ২ টি গরুসহ ফরিকুল ইসলাম (২৮) নামক এক চোরকে আটক করেছে। আটককৃত ফরিকুল ইসলাম সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাহগঞ্জ গ্রামের মৃত সবুজ মিয়ার পুত্র। উদ্ধারকৃত গরুর আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। উক্ত বিষয়ে বারহাট্টা থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে গরু চোরদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত আছে।