ঘাটাইলে ট্রাকের ধাক্কায় অটোচালক নিহত
নাঈমুল ইসলাম রিমন ঃ ১৫ অক্টোবর রবিবার ধলাপাড়া থেকে সাগরদিঘী যাওয়ার পথে আষারিয়া চালা বটতলি মোড়ে মালভর্তি ট্রাক ব্যাটারিচালিত অটোকে ধাক্কা দেয়, প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে জানা গেছে ব্যাটারিচালিত অটোটি ট্রাকের সাইডে ছিল, ঘটনাস্থলে অটোচালক মোঃবাইজিদ মিয়া মারা যান,
তার গ্রাম ধলাপাড়া গাংগাইর দক্ষিণপাড়া।সে একই গ্রামের মসলেম মিয়ার ছেলে। তাতক্ষণিক পুলিশ ঘটনাস্থল এসে পৌছায় ও পরবর্তি প্রশাসনিক ব্যবস্থা নিবে বলে জানায়।