সিরাজগঞ্জ বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম পাশে পুলিশ ও অন্যান্য ফোর্সের যৌথ অভিযানে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার।
সিরাজগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আল-আমিন হোসেন
সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশক্রমে অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য অভিযান উদ্ধারের লক্ষ্যে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার্স ইনচার্জ এর নেতৃত্বে ও অন্যান্য ফোর্সের যৌথ অভিযানে ১৪/১০/২০২৩ তারিখে সময় আনুমানিক ১১:২৫ ঘটিকার সময় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন টোল প্লাজার 300 গজ পশ্চিমে ঢাকা গামী বাস লেনের উত্তর পাশে মহাসড়কে অভিযান চলাকালীন নওগাঁ হইতে ঢাকা গামী শ্যামলী পরিবহন নামক যাত্রীবাহী বাস (যাহার রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব -১৫-২৬২৯) তল্লাশি চালানো হয়। তল্লাশি চালিয়ে উক্ত গাড়িতে সিটে বসা (সিট নাম্বার ১/১) মো: শাকিল(৩০) পিতা ইব্রাহিম হোসেন সাং বানিয়াবাড়ী থানা কালিহাতী জেলা টাঙ্গাইল এর শরীরের সাথে বডি ফিটিং অবস্থায় কালো রঙের কাপড় দ্বারা বানানো বিশেষ জ্যাকেটের পৃথক পৃথক পকেট থেকে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উক্ত আসামি কে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার হাজতে আটক রাখা হয় এবং তার নামে একটি মামলা রুজু করা হয়। পরবর্তীতে আসামিকে আদালতে প্রেরণ করা হয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা মামলা ন -৯,
তারিখ ১৫/১০/২০২৩
ধারা ৩৬(১)সারণির ১৪( খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮