নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী ঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার কৃষক লীগের সভাপতি হাবীব’কে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে ৭ই অক্টোবর সাময়িক ভাবে সভাপতি পদ থেকে অব্যহতি প্রদান করে প্রঙ্গাপন জারি করে জেলা কৃষকলীগ। এমন ঘটনার মাত্র সাত দিনের মাথায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গতিশীল করার জন্য ১৪ই অক্টোবর সকালে পুনরায় হাবীব’কে গোয়ালন্দ উপজেলা কৃষক লীগের সভাপতি পদে বহাল করে আরকটি প্রঙ্গাপন জারি করে জেলা কৃষক লীগের দুই কর্নধর মোঃ আবু বক্কার খান ও মোঃ আবুল হোসেন। তবে প্রঙ্গাপনে দলীয় নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণ ছাড়া, হাবীব’কে কেনই বা অব্যহতি দেওয়া হয়েছিলো আবার কি কারণেই বা তাকে দায়িত্বে পুনরায় বহাল করা হলো, এমন কিছুই সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।
এবিষয়ে হাবীর এর সাথে কথা হলে তিনি বলেন,
আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। যতদিন বেঁচে থাকবো আওয়ামী লীগের জন্য কাজ করবো। এতে পদে থাকি আর না থাকি। পুনরায় সভাপতি পদে বহাল করায় জেলা কৃষক লীগকে ধন্যবাদ জানাই। পদটি ফিরে পেয়ে আমি খুবই আনন্দিত।
আর জেলা কৃষক লীগের সভাপতি আবু বক্কার খান এর সাথে প্রতিবেদেকের মুঠোফোনে কথা হলে, এবিষয়ে পরে কথা বলবেন বলে ফোনটি কেটে দেন।