আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাই নবাবগঞ্জ -২ আসনে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বিশিষ্ঠ আইনজীবী ও সমাজসেবী, জনদরদী, নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায়
বাংলাদেশ আওয়ামীলীগ,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাড মোঃ আফসার আলীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাই নবাবগঞ্জ – ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আকর্ষণ করেন । অ্যাড মোঃ আফসার আলী বলেন, শেখ হাসিনা সরকার দেশের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন । বিভিন্ন ভাতা দিয়ে সাধারন মানুষকে সামাজিক সুরক্ষায় এনেছেন , জনগন উপকার পাচ্ছে। রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করে অনন্য নজির স্থাপন করেছেন । তাছাড়া তিনি আরো বলেন , ১৯৮৬ ও ১৯৯১ সালে চাঁপাই নবাবগঞ্জ -২ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে দল তাকে মনোনয়ন দান করেছিলেন । তাই আগামী সংসদ নির্বাচনে নবাবগঞ্জ -২ আসনে নৌকার মাঝি হিসেবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মনোনয়ন দিবেন বলে তিনি আশাবাদী ।