মেহেরপুরে জেলা বিএনপি’র গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপি’র গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সকালে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ গণঅনশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন নেতৃত্বে গণঅনশন ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি আমজাদ হোসেন,জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ আব্দুল রহমান, সহ-সভাপতি মোঃ ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাভেদ মাসুদ মিল্টন, বিএনপি নেতা সাবেক ভিপি আবদুল্লাহ, মারুফ আহমেদ বিজন, আমিরুল ইসলাম, মহিলা বিএনপির সভাপতি সাহেদা নয়ন,জাহিদ হোসেনসহ প্রমুখ।