খুলনার বটিয়াঘাটা উপজেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
______ বিশেষ প্রতিনিধি ঃ আজ ১২ ই অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ টায় খুলনার বটিয়াঘাটা উপজেলায় ১ শত ১৪ টি মন্দিরে শারদীয় দূর্গা পূজা ২০২৩ সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি ও জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস। তিনি শান্তি পূর্ন ও সুষ্ঠুভাবে দূর্গা পূজা উদযাপনের লক্ষ্যে দিক নির্দেশনা মূলক বক্তব্যের পর বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের মাঝে সরকারি ও ব্যক্তিগত অনুদান প্রদান করেন।
এ বিষয়ে বটিয়াঘাটা উপজেলা পরিষদ অডিটরিয়মে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতি মূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম। বিশেষ অথিতি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো ঃ আশরাফুল আলম খান, সহকারি কমিশনার ভূমি আব্দুল্লাহ ইবনে মাসূদ আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা বিনয় সরকার, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু বকর সিদ্দিক, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোল্যা আবু বক্কর সিদ্দিক, হরিণটানা, লবনচোরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা , ফায়ার সার্ভিস বটিয়াঘাটা ষ্টেশন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান, মনোরঞ্জন মন্ডল, অনুপ বিশ্বাস, ইউ পি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন সহ সরকারি দপ্তরের দপ্তর প্রধান ও বিভিন্ন মন্দির কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বৃন্দ সভায় অং গ্রহন করেন।