১০২টি দুর্গাপূজা মন্ডপে প্রতিটি জাগায় ১০ হাজার করে টাকা প্রদান
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হোসেন বাপ্পি,
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার ১০২টি দূর্গা পূজা মন্ডপে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর পক্ষ থেকে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে মন্ডপ গুলোর দায়িত্বে থাকার প্রতিনিধিদের হাতে টাকা তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমীন ইয়াছমীন। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবসহ অন্যান্যরা হিন্দু ধর্মের পূজা মন্ডপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।