নিজস্ব প্রতিবেদক ঃ রাজবাড়ী
রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভায় শারদীয় দুর্গাপুজা-২০২৩ উদযাপন উপলক্ষে মতবিনিময় ও প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১০ই অক্টোবর সন্ধায় পৌরসভার আয়োজনে পৌর হলরুম মিলনায়তনে এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল। প্রায় ঘন্টা ব্যাপি চলা এই মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপুজা সুন্দরভাবে পালন সহ নিরাপত্তার চাদরে প্রতিটি পুজা মন্ডবকে ঢেকে রাখা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এসময় বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি সিদ্দিক মিয়া, পৌর পুজা মন্ডবের সাধারণ সম্পাদক বাবু কার্তিক ঘোষ,সকল পৌর কাউন্সিলার বৃন্ত সহ গোয়ালন্দ পৌরসভা এলাকার হিন্দু মুসলিম উভয় সম্পদায়ের শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের নাস্তার ব্যবস্থা করা হয়।