কাহালু উপজেলার মাছ চাষীর পুকুরে বিষ প্রয়োগ দুর্বৃত্তদের, ৪ লক্ষ টাকার মাছ নষ্ট
মোঃ সুমন প্রাং
বগুড়া জেলা প্রতিনিধিঃ
কাহালু উপজেলা বীরকেদার ইউনিয়ন এর ৯ নং ওয়াড এ মালিবাড়ী গ্রামে ৪৫ শতক পুকুর এ গ্যাস টাবলেট দ্বারা মাছ নষ্ট করে রাতের আধারে দুর্বৃত্তরা
রবিবার রাতে মালিবাড়ী গ্রামের সাবেক মেম্বার আলহাজ্ব খোরশেদ আলী এর পুকুর গ্যাস টাবলেট দ্বারা পুকুরের মাছ নষ্ট করে দুর্বৃত্তরা
আলহাজ্ব খোরশেদ আলী জানান তার পুকুর এ সিং/ পবদা মাছ ছিল প্রায় অনুমানিক ৪ লক্ষ টাকার মাছ ছিল।
এর আগেও ১২/০২/২৩ তারিখ সাবেক মেম্বার আলহাজ্ব খোরশেদ আলী ১০০ শতক পুকুরের ৭ লক্ষ টাকা মাছ নষ্ট করে দুর্বৃত্তরা তিনি জানান কে বা কারা এই কাজ করতে তিনি কিছু জানেন না। তার ছোট ছেলে আজিজুল হাকিম বলেন এ ব্যাপারে থানায় সাধারণ ডায়রি করবেন। এবং এমন ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রতি তীব্র নিন্দা জানান এবং সরকারের কাছে তাদের কঠিন শাস্তির দাবি করেন তিনি।