রাজবাড়ী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম মন্ডল সহ ১৫ জন উচ্চ আদালতে জামিন পেলেন
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
ছাব্বির হোসেন বাপ্পি
মারপিট, জখম ও চাঁদ দাবীর ঘটনায় হাইকোর্ট (উচ্চ আদালত) থেকে জামিন পেয়েছেন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান আজম মন্ডলসহ। সোমবার জামিন আবেদন মঞ্জুর করে উচ্চ আদালত।
জেলা পরিষদের সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান আজম মন্ডল জানিয়েছেন, গত ৬ অক্টোবর বালু ব্যবসায়ী হান্নান শেখের স্ত্রী মোছাঃ শিল্পী খাতুন রাজবাড়ী থানায় সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন ওই মামলাটি দায়ের করেন।
জানাগেছে, পূর্ব বিরোধের জের ধরে গত ৪ অক্টোবর এলাকাবাসীর তোপোর স্বীকার হন “অবহেলার ফলে ঘটিত মৃত্যুর অপরাধ” মামলার আসামি ও বালু ব্যবসায়ী হান্নান শেখ এবং একাধিক মামলার আসামি ছোট আলিম। ওই দিন সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সূর্যনগর রেলগেট এলাকার অদূরে স্থানীয়রা জোট বদ্ধ হয়ে তাদের দুই জনকে গণপিটুনি দেয়। হান্নান শেখ সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে এবং “লিখন এন্টার প্রাইজ” নামক বালু চাতাল মালিক।রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন জানিয়েছেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। বালু ব্যবসায়ী হান্নান শেখের স্ত্রী মোছাঃ শিল্পী খাতুন রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও ২নং প্যানেল চেয়ারম্যান আজম মন্ডলসহ ১৫ জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। এদিকে, রাজবাড়ীর পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে পাহাড় সমান মজুদ এবং ওই মজুদ বালু বিক্রয় কার্যক্রমে নিয়োজিত শ্রমিকদের কোনরুপ নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ না করায় ৩ জনের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে একজন বালু চাতাল ব্যবসায়ীর বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানাগেছে, রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের জৌকুড়া বাজারের পাশের এলাকায় গত ১২ সেপ্টেম্বর রাতে বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই মৃত্যুর পর বালু চাতাল মালিক মোঃ হান্নান শেখের বিরুদ্ধে “অবহেলার ফলে ঘটিত মৃত্যুর অপরাধ” এনে গত বুধবার রাতে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় “লিখন এন্টার প্রাইজ” নামক বালু চাতাল মালিক ও স্থানীয় দয়ালনগর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে মোঃ হান্নান শেখকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন বালু চাপায় মৃত বেকু চালক স্থানীয় জৌকুড়া গ্রামের বাসিন্দা মোঃ মারুফ শেখ (১৯) এর বাবা আনছার আলী ওরফে গেদা শেখ।
মামলার বাদীর অভিযোগ “লিখন এন্টার প্রাইজ” নামক বালু চাতাল মালিক মোঃ হান্নান শেখ পদ্মা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে জৌকুড়া ঘাট এলাকার জনৈক সিদ্দিকের বাড়ীর পাশে রয়েছে ব্যবসায়ী পরিচালনা করে আসছে। তার বালুর চাতালটি বৃহৎ আকার ছোট একটা পাহাড় সমতুল্য। ইতোপূর্বেও হান্নান শেখের বালুর চাতাল থেকে ট্রাকে বালু লোড করার সময় বালুর ধ্বস হয় এবং ওই ট্রাকের চালক ও হেলপার আহত হয়। তারপরও হান্নান শেখ তার চাতালে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেনি। অবহেলা করেই তার ব্যবসা চালিয়ে যায়। এরই মাঝে গত ১২ সেপ্টেম্বর রাতে বালু চাপায় তিন জনের মর্মান্তিক মৃত্যু হয়। সে সময় বেকু চালক মোঃ মারুফ শেখ ছাড়াও বালু চাতাল মালিক হান্নান শেখের ভাই ও স্থানীয় দয়ালনগর গ্রামের আব্দুল হালিম শেখের ছেলে মোঃ রহিম শেখ (৫২) এবং কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মহিষাখোলা গ্রামের মোহাম্মদ আলী সরদারের দশ চাকার ট্রাক চালক ছেলে ইমরান সরদার ওরফে রিমন (২৭) এর মৃত্যু হয়।