ঝিনাইদহে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
সুমন হোসেনঃঝিনাইদহ
ঝিনাইদহের আরাপপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ মনিরুজ্জামান নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার বিকালে শহরের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মনিরুজ্জামান আরাপপুর এলাকার আব্দুস সালামের ছেলে। ঝিনাইদহ জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি আভিযানিক দল আরাপপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। সে সময় মনিরুজ্জামানকে গাঁজাসহ আটক করা হয়। তাঁর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।