সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শহীদুল ইসলাম রুবেল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:
কে কি বললো তাতে কোনো লাভ হবে না, স্যাংসন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। সংবিধান অনুযায়ী যথা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। নেত্রকোণার সীমান্তে চোরাচালান এবং হত্যাকান্ডের বিষয় বাংলাদেশ এবং ভারতের সীমান্ত আইন উভয়ের মেনে চলতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগরে পুলিশ তদন্তকেন্দ্র ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সব শান্তিরক্ষা বাহিনীকে আরও আধুনিক বাহিনি হিসেবে গড়ে তুলছি, জননেত্রী শেখ হাসিনা সব সময়ই খেয়াল রাখেন দেশের শান্তি-শৃঙ্খলা যেন অটুট থাকে। এ দেশে জঙ্গিবাদ সন্ত্রাস যেন আবার নতুন করে পুনর্উত্থান না হয় সবাইকে এব্যাপারে সজাগ থাকবে হবে।
উদ্বোধন শেষে শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সুধি সমাবেশটি মোহনগঞ্জ উপজেলা সভাপতি ও পৌর মেয়র লতিফুর রহমান রতনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদ ইকবালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নেত্রকোণা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান ভিপি লিটন,মদন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, খালিয়াজুড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট অজিত বরণ সরকার, সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমানসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।