প্রেস বিজ্ঞপ্তি ঃ আজ ৫ অক্টোবর, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকার শামসুল হক চৌধুরী হল মিলনায়তনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গবেষণা কেন্দ্র এর উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেল এর ৫৯তম জন্ম বার্ষিকী উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ.বি.এম. বায়েজীদ এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগে এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রোকন উদ্দিন পাঠান এর সঞ্চালনায় “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হলে লাভবান হবে কারা এবং কেন?” শীর্ষক আলোচনা সভা প্রধান অতিথি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্টপুত্র শহিদ শেখ রাসেল বেঁচে থাকলে বাংলাদেশে নেতৃত্ব দেন এবং নতুন প্রজন্ম তার কাছ থেকে অনেক কিছু শিখার ছিল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন প্রসঙ্গে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ হলে জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনার সরকারের বিজয় নিশ্চিত হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের পঞ্চমবারের মতো সরকার প্রধান হবে।
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিএনসিসিও সাবেক উপাচার্য প্রফেসর ড. মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের নির্বাচন করার যে ব্যবস্থা আছে তাতে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হলেও সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করা এবং তাদের সন্তুষ্ট করার মতো অবস্থা নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। তাতে সকল রাজনৈতিক দলগুলির আরো আন্তরিক হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাছিম আখতার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এম. বদরুজ্জামান ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রভোস্ট ও সিনেট সদস্য অধ্যাপক ড. অসীম সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপ-কমিটি সদস্য, মহাসচিব বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদ বীর মুক্তিযোদ্বা মমতাজ হোসেন চৌধুরী, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান খোকা, রয়েল ইউনিভার্সিটি অফ ঢাকা শিক্ষা বিভাগের চেয়ারম্যান ড. দিপু সিদ্দিকী, জামালপুর বঙ্গবমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সৈয়দ নাজমুল হুদা কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান জুয়েল।