1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
নওগাঁর ধামইরহাটে  শিশু ধর্ষণের অভিযোগে  এক যুবক গ্রেফতার। দৈনিক নয়া কণ্ঠ গোয়ালন্দে মুফতি আমির হামজার বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা। দৈনিক নয়া কণ্ঠ মান্দায় অবৈধভাবে বালু উত্তোলন করায় কারাদন্ড ও অর্থ দন্ড প্রদান। দৈনিক নয়া কণ্ঠ রায়পুরে ছাত্রদলের রাষ্ট্র কাঠামো মেরামতের  ৩১দফার লিফলেট বিতরণ ও  মতবিনিময়  সভা অনুষ্ঠিত। দৈনিক নয়া কণ্ঠ  ভারতীয় মিডিয়ায় নেত্রকোনার সংখ্যালঘুদের ওপর হামলার খবর সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন: মা. আব্দুর রহিম। দৈনিক নয়া কণ্ঠ রাজবাড়ীতে নষ্ট বীজ বিতরণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবি। দৈনিক নয়া কণ্ঠ নগরকান্দায় সরকারি পেঁয়াজ বীজ বপন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিক্ষোভ। দৈনিক নয়া কণ্ঠ সদরপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় চালকের মৃত্যু। দৈনিক নয়া কণ্ঠ চাঁপাইনবাবগঞ্জে ১৭-২০ গ্রেডের সরকারি কর্মচারি সমিতির কমিটির অনুমোদন, সভাপতি সুফিয়ান সম্পাদক আবু বকর। দৈনিক নয়া কণ্ঠ         

তানোরে ভারী বর্ষণে আকস্মিক বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

 

তানোরে ভারী বর্ষণে আকস্মিক বন্যায় কৃষকের ব্যাপক ক্ষতি

তানোর প্রতিনিধি ঃ রাজশাহীর তানোরে কয়েক দিনের টানা ভারি বর্ষণে আকর্ষিক বন্যা দেখা দিয়েছে।এতে  বিভিন্ন এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে বিলকুমারী বিল পাড়ের শত শত হেক্টর জমির ধানখেত ও পটল, মরিচ, বেগুনসহ বিভিন্ন সবজিখেত পানির মধ্যে তলিয়ে গেছে ।

জানা গেছে, উপজেলার ৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভার  খাল-বিলে আকর্ষিক ভাবে বন্যার পানি বৃদ্ধি পেয়েছে। এতে শত শত হেক্টর রোপা-আমণখেত তলিয়ে গেছে। এমনকি সবজির বাগানগুলো পানিতে সব নষ্ট হয়ে গেছে । অনেক রাস্তার কালভার্ট ভেঙ্গে জনগণের যাতায়াতে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

তানোর পৌরসভার বিভিন্ন এলাকা ,যেমন – তালন্দ, হরিদেবপুর, গোকুল, ধানতৈড়, গুবিরপাড়া, শীতলীপাড়া,পালপাড়া, কুঠিপাড়া, হালদারপাড়া, তাঁতিযার পাড়া, জিওল, ভাতরন্ড, বুরুজ, হাবিবনগর, কালীগঞ্জ, মাসিন্দা হালদারপাড়ার কৃষকদের সাথে কথা বলে জানা যায় ,ওই এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যদিকে উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) বাতাসপুর, শ্রীখন্ডা, হাতিশাইল, কামারগাঁ, গাংহাটি, কচুয়া, মালশিরা, নিজামপুর, হরিপুর, দমদমা ও মাঝিপাড়া। কলমা ইউপির চন্দনকৌঠা, ঘৃতকাঞ্চন, নড়িয়াল, আজিজপুর, অমৃতপুর ও কুজিশহর। চাঁন্দুড়িয়া ইউপির হাড়দহ, জুড়ানপুর, সিলিমপুর, চাঁন্দুড়িয়া ও বেড়লপাড়া। সরনজাই ইউপির কাঁসারদীঘি, তাতিহাটি নবনবী, মন্ডলপাড়া। পাঁচন্দর ইউপির ইলামদহী, চাঁদপুর, চককাজিজিয়া, মোহাম্মদপুর, বানিয়াল, বনকেশর, কোয়েল ও কচুয়া এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এসব এলাকার মানুষ বেশী ক্ষতির মুখে পড়েছে।

খাোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার কাঁমারগা, কলমা, তালন্দ ও চাঁন্দুড়িয়া ইউপির বিস্তীর্ণ এলাকার ফসলের জমি তলিয়ে গেছে, ভেঙ্গে পড়েছে অনেক মাটির কাঁচা ঘর বাড়ি। এসব এলাকায় প্রায় সহস্রাধিক বসতবাড়িতে বন্যার পানি ঢুকেছে। উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে, পাড়া-মহল্লায় জলাবদ্ধতা সৃষ্টির হয়েছে। এতে কাঁচা রাস্তায় কাদাপানি জমে জনসাধারণের চলাচলের অনুপযোগী হওয়ায় চরম দূর্ভোগের সৃষ্টি হয়েছে। এছাড়াও বিভিন্ন পুকুর জলাশয় ভরে গিয়ে ও পাড় ধসে পুকুরের লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে। বন্যাদুর্গত এসব এলাকায় জরুরীভাবে ত্রাণ সহায়তা বিতরণের দাবি করেছেন  ভুক্তভোগীরা।
আকর্ষিক বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হওয়ায় কৃশকের কি পরিমাণ জমির ফসল নস্ট হয়েছে টা বলা খুব কঠিন । এ বিষয়ে সরকারিভাবে অনুসন্ধান করলে সঠিক তথ্য বেরিয়ে আসবে ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
  1. ২০২৩ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD