রাজশাহী মহানগরীতে মোটর সাইকেল চুরি।
রাজশাহী ব্যুরো ঃ রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার অন্তর্গত মুন্নাফের মোড় থেকে এরসাদুল আযম নামে এক ব্যক্তির মোটর সাইকেল চুরি হয়েছে।
আজ বুধবার রাত সাড়ে সাতটার দিকে বাইক মালিকের বাসার সামনেই এ বাইক চুরির ঘটনা টি ঘটে।
গাড়ির নং রাজ মেট্রো ল- ১১-২৩৫০। সাদা কালার ১৫০ সিসি মোটরসাইকেল টি রেখে বাসার সামনে লক না করে জরুরি কাজে বাসায় প্রবেশ করেন এবং অল্প কিছুক্ষণ পর বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল টি আর খুঁজে পান নাই।
অতপর এলাকাবাসীসহ অনেক খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয় বোয়ালিয়া মডেল থানায় জানান হলে তারা লিখিত অভিযোগ দিতে বলেন।
এ ব্যাপারে গাড়ির মালিক এরসাদুল আযম তাৎক্ষণিকভাবে বোয়ালিয়া মডেল থানায় এক অভিযোগ দায়ের করেন ।