রাধাপদ রায়ের উপর হামলার প্রতিবাদে রাজশাহীতে ঘাতক দালাল নির্মূল কমিটির মানববন্ধন
রাজশাহী ব্যুরো ঃ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার পল্লীকবি রাধাপদ রায়ের (৮০) উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী মানববন্ধন করেছে রাজশাহী জেলা ও মহানগরের একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ।
৪ অক্টোবর বিকেল ৪:৩০ মিনিটে সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব তামিম শিরাজী’র সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধনে সংহতি বক্তব্য রাখেন মহিলা পরিষদের সভাপতি এবং নির্মূল কমিটির মহানগর সহ সভাপতি কল্পনা রায়, সাধারণ সম্পাদক র, কবিকুঞ্জের সাধারণ সম্পাদক আরিফুল হক কুমার, কবি আলমগীর মালেক, কবি কামরুল বাহার আরিফ, রাজশাহী ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক জাবিদ অপু, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার,স্টুডেন্ট ফ্রন্ট নির্মূল কমিটির সভাপতি মহিউদ্দিন মিঠু মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন নির্মূল কমিটির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক অধ্যক্ষ কামরুজ্জামান, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, ধুরুবশাখার সভাপতি রফিকুল ইসলাম, জেলা নির্মূল কমিটির সহ সভাপতি এড: জোছনা, মাহফুজ হোসেন, বিথী প্রমুখ।
বক্তারা বলেন-কবি,শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিবর্গের উপর হামলা বিচ্ছিন্ন কোন ঘটনা নয়।দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তি শৃঙ্খলা নষ্ট করতে একটি মহল ধর্মীয় এবং সামাজিক সংখ্যালঘুদের টার্গেট করছে।নির্বাচনকে সামনে রেখে এসকল কর্মকান্ড বেড়েছে, আমরা দেখছি প্রতিমা ভাংচুর সহ হামলার বিভিন্ন ঘটনায় পুলিশের নিরব ভুমিকা যা কাম্য নয়।অনতি বিলম্বে কবি রাধাপদ রায় এর উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত সহ সারা দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।