শোক সংবাদ: এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের সহকারী একান্ত সচিব (এপিএস) ডা. শামীম আহমেদের বাবা অধ্যাপক মফিজ উদ্দিন সাহেব ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
তাঁর মৃত্যুতে শামীম আহমেদের স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এ সংবাদ ছড়িয়ে পড়লে বেদনাহত হন প্রয়াত অধ্যাপক মফিজ উদ্দিনের জন্মস্থান ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নের রানীগঞ্জ-পোড়াবাড়ি এলাকার সর্বস্তরের মানুষ।অধ্যাপক মফিজ উদ্দিন সাহেব ছিলেন একজন বর্ণাঢ্য জীবনের অধিকারী, তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।