রাজশাহীর ভাবমূর্তি ও বর্তমান পরিস্থিতি
রাজশাহী ব্যুরো অফিস ঃ শান্তির নগরী রাজশাহীতে মৃত্যুর হাতছানি। একদিকে আলোঝলমল নন্দিত সড়ক। অন্যদিকে অন্ধকারের চোরাগলিতে রক্তের বন্যা। রাজশাহী মহানগরী শেষ পর্যন্ত ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে । দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নিশাদ আকরাম । ১৬ সেপ্টেম্বর ভোরের দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একজন রোগী দেখে হেতেমখায় তার মেসে ফিরছিলেন। এ সময় রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়ার টার্নিং এ তার পথ রোধ করে মাথায় ও শরীরের অন্যান্য স্থানে ধারালো অস্ত্রের আঘাত করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেয়। ঘটনার পর মুমূর্ষ অবস্থায় তার স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে আজ ভোরের দিকে তার মৃত্যু হয়। নিহত নিশাদ আকরামের বাড়ি নওগাঁর নিয়ামতপুর উপজেলার আড্ডা চোরা সমাজপুর গ্রামে। এর আগে ২০১৯ সালে নগরীর হেতেম খা ছোট মসজিদ এলাকায় ভোরের দিকে গ্রামের বাড়ি যাওয়ার সময় রাজশাহী সরকারি সিটি কলেজের ছাত্র আসাদির রাব্বি ছিনতাইকারীদের হাতে খুন হন। বিগত পাঁচ বছরে এই দুই ছাত্র খুন ছাড়াও অসংখ্য জখমের ঘটনা ঘটেছে ।
বহিরাগত ছাত্রদের টার্গেট করে সম্প্রতি দিনে রাতে ছিনতাই চলছে। সাহেব বাজার ,ঘোষ পাড়া মোড় , বালিয়াপুকুর, ভদ্রা এলাকা, ও পদ্মার ধার এলাকায় নিয়মিত এ ধরনের ঘটে চলেছে। সিসিটিভি র আওতায় নগরীতে এমন ঘটনায় রাজশাহীর ভাবমূর্তি হুমকিতে পরিণত হয়েছে । ছিনতাইকারীদের উপদ্রবে রাজশাহী মহানগরীতে কেবলমাত্র রাতের বেলাতেই নয়, দিনের বেলাতেও সাধারণ মানুষের চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে নারী পথচারী ও রিক্সা আরোহীরা রাস্তায় বের হতে শঙ্কিত। দায়িত্বরত কর্মকর্তাদের আন্তরিক তদারকি, দায়িত্ব বন্টন ও টহল জোরদারে অনীহা থাকায় পরিস্থিতি ছিনতাইকারীদের অনুকূলে চলে যাচ্ছে।
এ অবস্থায় রাজশাহীর সচেতন নাগরিক রাজশাহী পুলিশ কমিশনারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ।