1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে পালন করা হয় ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস রাজবাড়ী সদর মুকুন্দিয়ায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জে অনলাইন জুয়ায় ঋণগ্রস্ত হয়ে যুবকের আত্মহত্যা গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম‍্যাচ অনুষ্ঠিত নওগাঁয় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৬ জন হাসপাতালে ভর্তি গোয়ালন্দে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে গোয়ালন্দ সাংবাদিক ফোরাম রাসিকের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন ধামইরহাটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত পোরশায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

নেত্রকোণায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি  উৎসব -২০২৩ উদযাপন। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ২২৯ বার পঠিত

নেত্রকোণায় বাংলাদেশ-ভারত সম্প্রীতি  উৎসব -২০২৩ উদযাপন

শহিদুল ইসলাম রুবেল ঃনেত্রকোণা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসব -২০২৩ নেত্রকোণায় (৩ ও ৪ অক্টোবর) দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৩ অক্টোবর) বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখা স্থানীয় পাবলিক হল মিলনায়তনে এ উৎসবের আয়োজন করে।

উৎসবের শুরুতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত ও অতিথিদের বরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

দুই দেশের সম্প্রতি উৎসবটি বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি কেশব রঞ্জন সরকারের সভাপতিত্বে ভারতের দূরদর্শন ও আকাশবাণী শিল্পী শাশ্বতী গুহ ও রাজশাহীর উপস্থাপক, সংগঠক, গবেষক ওয়ালিউর রহমান বাবুর উপস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ-ভারত সম্প্রতি পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নীম চন্দ্র ভৌমিক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভারত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. স্বপন কুমার দত্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা – ৩ (কলমাকান্দা – দুর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা ছবি বিশ্বাস, বাংলাদেশ-ভারত সম্প্রতি পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি , আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য উপকমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা মমতাজ হোসেন চৌধুরী, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক উপ -পরিচালক ফজলুর রহমান সরকার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পরিবারের সদস্য সোনালী কাজী ও বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের কো চেয়ারম্যান অধ্যাপক মিয়া মোঃ শফিক অন্যান্যরা।

বাংলাদেশ-ভারত সম্প্রীতি উৎসবের আলোচ্য বিষয় ছিলো, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে ভারতের অবদান। স্বাধীনতার ৫২ বছরের মধ্যে এই প্রথম নেত্রকোণা পাবলিক হল মিলনায়তনে বাংলাদেশ-ভারত সম্প্রতি উৎসব -২০২৩ অনুষ্ঠানটি দুইদিন ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে। উৎসবটি বাংলাদেশ ও ভারতের দেশবরেণ্য অতিথি ও শিল্পীবৃন্দকে নিয়ে আলোচনা সভা, সেমিনার, কবিতা পাঠের আসর ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্য দিয়ে নেত্রকোণা জেলাবাসীর উপস্থিততে বাংলাদেশ-ভারত সম্প্রতি উৎসবটি যেন এক মিলন মেলায় পরিণত হয়েছে। উৎসবের প্রথম দিনে ২য় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হাবিবা রহমান খান , মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন ৩১৭, (নেত্রকোণা)। উৎসবের শেষ পর্বে ভারত ও বাংলাদেশের বিখ্যাত আবৃতি শিল্পীগন মনোমুগ্ধকর কবিতা পাঠের আসর বসান । স্তানীয় ধামাইল গান ও নৃত্য পরিবেশন করেন মোহনগন্জের নারাইচ গ্রামের একটি দল । শেষ পর্বে আকর্ষনীয় পরিবেশনা ছিল বঙ্গবন্ধুঃ এক মুক্তির কন্ঠ । ভারত থেকে আগত শিল্পীদের পরিবেশনায় রচনা , সংকলন ও নির্দেশনায় ছিলেন ধনন্জয় ঘোষাল, অংশগ্রহনে ছিলেন অমিতা ঘোষ রায় ,চৈতালী গোস্বামী,অপরাজিতা পাল ,সুদীপ্ত চক্রবর্তী, প্রকৃতি রাজ ও দেবস্মিতা বন্দ্যোপাধ্যায। দর্শক নন্দিত এই পরিবেশনায় বাংলাদেশ ভারত সম্প্রীতি পরিষদের মহাসচিব মমতাজ হুসেন চৌধুরী পরিবেশকদের ভুয়সী প্রশংসা করেন ও এই ধরনের কর্মসুচী বিভিন্ন জেলায় জেলায় পৌছে দিতে আগ্রহ প্রকাশ করেন । আয়োজকদের পক্ষ থেকে সভাপতি কেশব রন্জন সরকার ও উৎসব পরিচালনার মুল পরিকল্পনাকারী এস বি বিপ্লব নির্দেশকের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন । এ সময় দুই দেশের পক্ষে অধ্যাপক ড. নীম চন্দ্র ভৌমিক ও অধ্যাপক ড. স্বপন কুমার দত্ত অনুষ্টানস্তলে উপস্তিত থেকে আয়োজকদের ও স্তানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের প্রশংসা করেছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD