রাজশাহীর তানোরে শারদীয় দূর্গার প্রতিমা তৈরির মহাউৎসব চলছে
মোঃ আজিজুর রহমান। তানোর প্রতিনিধি
এবার মহাউৎসবে আসন্ন দূর্গা পূজার দূর্গা আসছে নৌকায় চড়ে। আর ফিরে যাবে ঘটকে করে। পূজোর বাকি মাত্র ১৯দিন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপুজা।
ইতোমধ্যে রাজশাহী জেলার তানোর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, পূর্বের ন্যায় প্রায় প্রতিটি মন্ডপে চলছে জোরেশোরে প্রতিমা তৈরির কাজ। এখন শুধু রং তুলির আঁচড়ের অপেক্ষায় পূজারীরা। অন্যদিকে দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে পালনের লক্ষ্যে তানোর থানা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের লোকজন মধ্যে কেনা কাটার আমেজ লক্ষ্য করা গেছে । এখন থেকেই প্রতিটি দোকানে উপচে পড়া ভিড় । বেশির ভাগ কাপড়ের দোকানেই সকলের উপস্থিতি । স্থানীয় গোল্লাপাড়া বাজারের সৌমেন ঘোষ জানান, এবার জিনিস পত্রের দাম বেশি হওয়ায় কেনাকাটায় বেশ কষ্ট হচ্ছে, তবুও ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে কেনা কাটা করতে হচ্ছে ।