রাজবাড়ী পুনাক এর আয়োজনে পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হলো নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক বিশেষ কর্মশালা
রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাবির হোসেন বাপ্পি,
রাজবাড়ী জেলার আয়োজনে পুলিশ লাইনে অনুষ্ঠিত হলো নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য বিষয়ক সচেতনমূলক বিশেষ কর্মশালা। এই অনুষ্ঠানে,জনাব হালিমা আখতার শিরীন, সভানেত্রী পুনাক রাজবাড়ী এর সভাপতিত্বে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজবাড়ী কর্তৃক অদ্য ০১.১০.২০২৩ খ্রিঃ তারিখে সকাল ১০:৩০ ঘটিকায় পুলিশ লাইন্স, রাজবাড়ী অনুষ্ঠিত হলো নারী পুলিশ সদস্য এবং পুনাক পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সচেতনতামূলক কর্মশালা।
পুনাক সভানেত্রী বলেন,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) দেশের হয়ে জনকল্যাণে নিরলসভাবে কাজ করছে। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ১৯৮৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই নিয়মিত কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সময়ে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের পাশে দাঁড়িয়েছে। এরই ধারাবাহিকতায় পুনাক, রাজবাড়ীর সকলকেই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। ডিউটিকালীন কোন নারী পুলিশ সদস্য যেন অসুস্থ না হন সেজন্য পুলিশ হাসপাতালে মেডিকেল অফিসার দ্বারা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত করা হয়েছে।
পুনাক সভানেত্রী তার বক্তব্যে আরও বলেন যে, পুনাক একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান। দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে বাংলাদেশ পুলিশ দেশপ্রেম নিয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি পুলিশ পরিবারের নারীদেরও এগিয়ে আসতে হবে, আত্মনিয়োগ করতে হবে, নিবেদিত হতে হবে। তিনি সকলকে দেশ ও জনগণের কল্যাণ সহ পিছিয়ে পড়া নারীদের কল্যাণে কাজ করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জনাব ডাঃ সিরাজুম মুনিরা প্রত্যাশা
এম.বি.বি.এস (ঢাকা)
মেডিকেল অফিসার
পুলিশ হাসপাতাল, রাজবাড়ী, জনাব আবদুল্লাহ আল মামুন, সেলস ম্যানেজার, এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, কুষ্টিয়া, জনাব ডাঃ তামান্না আহমেদ এশা, এমবিবিএস,পিজিটি (গাইনি এন্ড অবস), এমপিএইচ, আরআই সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স ও পুনাকের সদস্যবৃন্দ।