মেহেরপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন
মেহেরপুর প্রতিনিধি ঃ মেহেরপুরে নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) দুপুরে মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের বাস টার্মিনালের কাছে এ নবনির্মিত আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবনের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ারের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় এবং নির্দেশনায় মেহেরপুরের ব্যাপক উন্নয়ন হচ্ছে। চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতায় আঞ্চলিক পাসপোর্ট অফিস মেহেরপুরের নবনির্মিত নিজস্ব ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো। প্রায় ৪ কোটি ১২ লক্ষ্য টাকা ব্যয়ে সম্পুর্ন অফিসটি ২৫ শতাংস জায়গার উপর স্থাপিত ও মুল ভবনের আয়তন ৮৮২৬ বর্গফুট। ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট ৩ তলা ভবন নির্মিত হয়েছে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন, স্বরাস্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব খায়রুল কবীর মেনন, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন নির্মান প্রকল্পের প্রকল্প পরিচালক ও সরকারের যুগ্ন সচিব ছারোয়ার হোসেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শামীম হোসেন,পুলিশ সুপার রাফিউল আলম,গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন
সরকারি দপ্তরের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পাসপোর্ট অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম ও আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রমের নানা দিক তুলে ধরেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল নুরুল আনোয়ার।