নাটোরের লালপুরে গাজার গাছ সহ একজন আটক
রাজশাহী ব্যুরো অফিস ঃ ( ৩০ সেপ্টেম্বর ) শনিবার নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে ১০ কেজি ওজনের গাঁজার গাছসহ হোসেন ইমাম ছোটকা (৪০) নামের এক গাঁজা চাষীকে আটক করেছে লালপুর থানার পুলিশ। আটককৃত ব্যাক্তিকে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।
সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাত ১২ টার দিকে লালপুর থানার পুলিশ গোপালপুর বাজারে অভিযান চালিয়ে উক্ত এলাকার হোসেন ইমামের বাড়ির আঙ্গিনা থেকে ১০ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করে, এবং সে সাথে তাকে আটক করা হয় । আটককৃত হোসেন ইমাম ছোটকা একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে বলে জানা গেছে।
পরে তার বিরুদ্ধে লালপুর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায় ।