নৌকা বাইচ দর্শনার্থীর নৌকা ডুবীতে নিখোঁজ কয়েকজন কিশোর।
স্টাফ রিপোর্টারঃ মোঃ রাজিবুল ইসলাম।
কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ দেখতে এসে যাত্রীসহ নৌকা ডুবি। নিখোঁজ অন্তত ৪/৫ জন।
নবাবগঞ্জ ও সিংগাইরের সীমান্তবর্তী পাতিলঝাঁপ এলাকায় কালিগঙ্গা নদীতে নৌকা বাইচ দেখতে আসা দর্শনার্থী কিশোরদের বহনকারী নৌকাটি হঠাৎ করে ডুবে যায়। সাঁতারর কেটে অনেকেই নদীর তীরে আসতে সক্ষম হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে ৪/৫ জন কিশোর। নৌকাটিতে সিংগাইর উপজেলার মুসলেমাবাদ ও শ্যামনগর গ্রামের কিশোররা ছিলো বলে জানা গেছে।