রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার ২৯শে সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, ২৮ সেপ্টেম্বর বিকালে উত্তর দৌলতদিয়াস্থ বাজার সংলগ্ন কালী মন্দিরের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী পলাশ মুখার্জী (৩৯) ও ইজবাল শেখ (২৮), কে ৫০ গ্রাম হিরোইন সহ আটক করে পুলিশ। এর মধ্যে পলাশ মুখার্জি ফরিদপুর জেলার কোতয়ালি থানার ঝিলটুলি গ্রামের মৃত নন্দ দুলাল মূখার্জী ছেলে। পলাশের বিরুদ্ধে পূর্বে আরো ০২টি মাদক মামলা এবং তার সাথে থাকা অপর আসামি ইকবাল শেখ এর বিরুদ্ধে পূর্বের ০১টি অস্ত্র ও ০১টি চাঁদাবাজিসহ মোট ০৩ টি মামলা রয়েছে। পরে আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।