নাটোরের সিংড়ায় নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জম্মদিন পালিত
রাজশাহী ব্যুরো ঃ আজ ২৯ সে সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে প্রধানমন্ত্রীর জম্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষীন শেষে শহরের কোর্ট মাঠ চত্তরে এসে শেষ হয় । সভাশেষে র্আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা হয় ।
আলচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড.ওহিদুর রহমান শেখ,উপজেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা,উপজেলা আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.জিল্লুর রহমান,পৌর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ এর নেতৃবৃন্দ ।
উক্ত আলোচনা সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতারা দলের জন্য কাজ করতে বলেন । সব শেষে সিংড়া সহ দেশের সকল মানুষের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।#