রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ ছাব্বির হাসান বাপ্পি,
রাজবাড়ী জেলা আওয়ামীলীগের নেতাকর্মী উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম।
উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা আওয়ামীলীগের সহসভাপতি আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বার, মহম্মদ আলী চৌধুরী, সালমা চৌধুরী রুমা এমপি, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহিদা চৌধুরী তন্বী, জেলা যুবলীগের সভাপতি শওকত হাসানসহ চন্দনি ইউপির আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব অন্যান্য নেতারা বক্তৃতা করেন। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা মিছিল নিয়ে জেলা কার্যালয়ে আসে।