1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ২৫ জুন ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইবিতে জুলাই-৩৬ হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠন রাজবাড়ীতে ঘুষ নেওয়ার অভিযোগ ঢাকতে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন নড়াইল ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার গোয়ালন্দ পৌরসভায় এডিবির ট্রেন্ডার অনুষ্ঠিত ঘাটাইলে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে কিশোরী ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করায় গ্রেপ্তার ৩ বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু চসিক মেয়র ডাঃ শাহাদাত চলতি অর্থবছরের ২হাজার ১ শত ৪৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা চ্যাটজিপিটি দিয়ে অনলাইনে আয় ২০২৫ সালের স্মার্ট ইনকামের পথ

শরীয়তপুরে নিখোঁজের ৫ মাস পরে মিললো রাকিব হোসেনের হাড়গোড়। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৯ বার পঠিত

 

শরীয়তপুরে নিখোঁজের ৫ মাস পরে মিললো রাকিব হোসেনের হাড়গোড়

নুর মোহাম্মদ নিরব ঃ স্টাফ রিপোর্টার

নিখোঁজের ৫ মাস পরে মিললো রাকিব হোসেন বাবু মোল্লা (২৪) -এর মৃত হাড়গোড় কিন্তু এখনো সন্ধান পায়নি রাকিব-এর মাথার হাড়ের। টি-শার্ট, জিন্স প্যান্ট ও মোবাইল দেখে শনাক্ত করতে পারলো রাকিব-এর পরিবার। পরিবারের দাবি এটাই রাকিব। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। এটা রাকিব কিনা তদন্ত শেষে শনাক্ত করবো। তবে যে টি-শার্ট জার্সি উদ্ধার হয়েছে, তার পিছনে রাকিব লেখা আছে।

মঙ্গলবার(২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ড উত্তর বিলাসখান বিশাই যদির বাড়ির পাশে ধানক্ষেত থেকে রাকিব হোসেন বাবু মোল্লার মৃত হাড়গোড়ের সন্ধান পাওয়া যায়। কিন্তু এখনো সন্ধান পায়নি রাকিব-এর মাথার হাড়গোড়ের। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকার কিছু বাচ্চা ডাহুক পাখির সন্ধানে বের হলে উক্ত বিশাই যদির বাড়ির পাশে ধানক্ষেতে রাকির হাড়গোড় তারা দেখতে পায়, পরে তারা এলাকার মুরুব্বিদের জানালে মুরুব্বিরা ২নং ওয়ার্ডের কাউন্সিলর বিল্লাল হোসেন খানকে জানায়। বিল্লাল হোসেন খান পালং মডেল থানাকে বিষয়টি অবগত করলে পালং মডেল থানা পুলিশ রাকিব হোসেন বাবু মোল্লার মৃত হাড়গোড় উদ্ধার করে কিন্তু মাথার হাড় এখনো খুজে পায়নি। রাকিব হোসেন বাবু মোল্লার মৃত হাড়গোড় শনাক্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়। তদন্ত শেষে মিলবে আসল রহস্য।

রাকিব-এর নিখোঁজের বিষয়ে পরিবার জানায়, ৫ মাস পূর্বে ২৫ রমজান মাসের (১৭ এপ্রিল) সোমবার রাতে রাকিব নিখোঁজ হয়। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে রাকিবকে তার দুই বন্ধু জোবায়ের হোসেন ও রায়হান ডেকে পালং বাজারে নিয়ে যায়। পরে ১০টার দিকে রিক্সা যোগে বাড়ি ফেরার পথে তার আরও দুই বন্ধু রিফাত ও জুয়েল রাকিবকে কানারবাজার নিয়ে যায়। এছাড়া মুন্না ও ইমন-এর নাম সন্দেহে দুই কিশোরের নাম উঠে আসে রাকিব-এর পরিবার থেকে। ওখান থেকেই রাকিব নিখোঁজ। এ বিষয়ে পালং মডেল থানায় রাকিব-এর বাবা নুরুল ইসলাম মোল্লা বাদী হয়ে নিখোঁজ মামলা দায়ের করে। কিন্তু রাকিব-এর সন্ধান ৫মাসেও মিলাতে পারেনি পুলিশ। ওই সময় রাকিব-এর বন্ধু দুইজনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ।

পালং মডেল থানা ওসি মেজবাহ উদ্দিন আহমাদ সরেজমিনে অনুসন্ধানকালে জানান, আমরা শরীয়তপুর পৌরসভার ২নং ওয়ার্ডের উত্তর বিলাসখান এলাকায় একটি লাশের হাড়গোড়-এর সন্ধান পাই। কিন্তু মাথার হাড়ের এখনো সন্ধান পাইনি। তদন্ত শেষে লাশ শনাক্ত করতে পারবো। তবে যে টি-শার্ট জার্সি উদ্ধার হয়েছে, তার পিছনে রাকিব লেখা আছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD