রাজশাহী মহানগর প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন -(২০২৩- ২০২৫) অনুষ্ঠিত হয় । আজ বৃহস্পতিবার নগরীর সোনাদীঘি মোড়ের আয়োজিত ক্লাবে কোরআন তেলওয়াতের মাধ্যমে সভার কাজ শুরু করা হয় । বিগত দিনে যে সকল সাংবাদিক মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং যে সকল সাংবাদিক অসুস্থ রয়েছে তাদের জন্য মহান আল্লাহর দরবারে সুস্থতা কামনা করা হয় ।এরপর সাধারণ সভা ও পূর্বঘোষিত তফসিল মোতাবেক ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পুরাতন কমিটি বিলুপ্ত করে তিন সদস্য বিশিষ্ঠ নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহব্বায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড, ইফটিখারুল আলম মাসউদের অনুমোদনক্রমে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হোসেন আলী পেয়ারা নির্বাচিতদের একে একে নাম ঘোষণা করেন । ।রাজশাহী মহানগর প্রেসক্লাবের ১৩ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচনে (সহ-সভাপতি ২ টি পদের মধ্যে ১ টি পদ ব্যতীত) ১২ পদের সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন। নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নির্বাচন কমিটি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে এবং ১২টি পদের বিপরীতে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করে। ১৩ সদস্য বিশিষ্ট এই পরিষদের (সহ-সভাপতি ১ টি পদ ব্যতীত) সকল প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন । বর্তমানে সহ-সভাপতির ১ টি পদ শূন্য রয়ে গেলো ।
সভাপতি পদে অ্যাডভোকেট রজব আলী ( দৈনিক রাজশাহীর আলোর স্টাফ রিপোর্টার ) , পুনঃ নির্বাচিত সেক্রেটারি মুহা: আব্দুল আউয়াল ( দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার ) , নির্বাচিত হন ।
তাছাড়া নির্বাহী পরিষদের নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন : সিনিয়র সহসভাপতি দৈনিক নতুন প্রভাতের বার্তা সম্পাদক তৌফিক ইমাম পান্না, যুগ্ম সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরো চীফ ও দৈনিক গণধ্বনি প্রতিদিনের চীফ রিপোর্টার মঈন উদ্দিন এবং তথ্য সংযোগ পত্রিকার সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের নতুন সময়ের রাজশাহী ব্যুরোর স্টাফ রিপোর্টার ইফতেখার আলম বিশাল, অর্থ সম্পাদক এশিয়ান বার্তা২৪ ডটকমের স্টাফ রিপোর্টার আমানুল্লাহ আমান, দফতর ও প্রশিক্ষণ সম্পাদক দৈনিক নয়া কণ্ঠের রাজশাহী ব্যুরো চিফ মোস্তাফিজুর রহমান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সানশাইনের স্টাফ রিপোর্টার জিয়াউল কবির স্বপন। এছাড়া নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের রিপোর্টার রায়হান ইসলাম রনি, দৈনিক রাজশাহীর আলোর সাব-এডিটর মশিউর রহমান মনি এবং দৈনিক ঢাকার ডাক ও বিবার্তা২৪ ডটকমের রাজশাহী ব্যুরো চিফ মোস্তাফিজুর রহমান রানা।
এরআগে বেলা ১১টায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানা রাব্বানী ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুহা: আব্দুল আউয়াল। সভায় সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট উপস্থাপন করা হয়। পরে রিপোর্ট দুটি আলোচনা ও পর্যালোচনা শেষে সভায় উপস্থিত সদস্য সাংবাদিকদের সর্বোসম্মতিক্রমে সিদ্ধান্ত অনুযায়ী তা পাস করা হয়। এছাড়া সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিটি নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। কমিটির অপর দুই সদস্য হলেন- অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা ও অ্যাডভোকেট নিজাম উদ্দিন।
পুনঃ নির্বাচিত সেক্রেটারি মুহা: আব্দুল আউয়াল সকল সদস্যের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকতা সত্য প্রকাশে প্রতিজ্ঞাবদ্ধ এক পেশা । এখানে সবাইকে একতাবদ্ধ হয়ে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে । একজনের বিপদে আর একজনকে এগিয়ে আসতে হবে । সবার মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন ।