জয়পুরহাট পৌরশহরের ভ্রাম্যমাণ আদালতের অভিযান
জয়পুরহাট পৌরশহরের অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে চার বেকারির স্বত্বাধিকারীকে সাতান্ন হাজার হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৫,জয়পুরহাট।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) পৌরশহরের বৈরাগীর মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে সোহাগ বেকারীর স্বত্বাধারীকে ৫ হাজার রাতুল বেকারী ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরির স্বত্বাধারীকে ৩০ হাজার, জনতা বেকারীর স্বত্বাধারীকে ২ হাজার ও মা ফুড বেকারীর স্বত্বাধারীকে ২০ করে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম, স্কোয়াড কমান্ডার মোঃ ইমদাদ হোসেন বিপুল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী ওয়াহিদ, সহকারী কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট, উপজেলা ভূমি অফিস, জয়পুরহাট এর নেতৃত্বে জয়পুরহাট সদর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উক্ত সময়ে মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরীর ভেজাল কাঁচামাল ও উপাদানসমূহ ধ্বংস করা হয়।