রূপগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
রূপগঞ্জ প্রতিনিধঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুয়ারা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন বড় ভাইকে ফল কাটার ছুঁড়ি দিয়ে হত্যা করেছে ছোট ভাই।
বুধবার (২৭ সেপ্টেম্বর) মধ্যরাতে এমন লোমহর্ষক ঘটনা ঘটে।
প্রতিদিনের মতো ছোট ভাই সাফায়েত জামিল পায়েল(২০) গত মধ্যরাতে ঘুমিয়ে পড়লে বড় ভাই আশরাফুল ইসলাম দুষ্টুমির ছলে সুড়সুড়ি দেয় । এতে ছোট ভাইয়ের ঘুম ভেঙ্গে গেলে জেদ বশত পাশে থাকা ফল কাটার ছুঁড়ি দিয়ে বুকে ও পেটে আঘাত করলে রক্তক্ষরণ হতে থাকে। এসময় পরিবারের সদস্যরা তাকে পার্শ্ববর্তী কালীগঞ্জ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে রাতে পুলিশকে খবর দিলে অপরাধী ছোটভাই পায়েলকে হত্যার কাজে ব্যবহৃত ছুঁড়িসহ গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের আদালতে প্রেরণ করা হয়েছে।
রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এ এফএম সায়েদ বলেন, মরদেহ ময়নাতদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।