রাজশাহীর কাচা বাজারের বর্তমান পরিস্থিতি
মাছের রাজা রুই, শাকের রাজা পুই। রাজশাহী সাহেব বাজার, মাস্টারপাড়া কাচা সবজির বাজারে বর্তমানে পুই শাক ১০/ টাকা কেজি , লাল ও সবুজ শাক ১৫/- ২০/ টাকা কেজি , পেঁপে ১৫/ -২০/ টাকা কেজি, চাইনা লেবু ৬/-৮/ টাকা হালি, মূলা খুচরা ১৫/ -২০/ টাকা কেজি, পটল, কাকরইল , ঝিঙ্গা, ৩৫/-৪০/ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে । কিন্তু দৈনন্দিন বাকি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম আকাশ ছোঁয়া । যা নিম্ন ও মধ্যবিত্তদের ধরাছোঁয়ার বাইরে । আদা, রসুন, পিয়াজ, আলুর দাম কোনোমতেই কমছে না । ভোক্তা অধিকার ও স্থানীয় প্রশাসন নজরদারি করলেও তাদের উপস্থিতিতে দাম কম রাখলেও তারা চলে যাওয়ার পর ব্যাবসায়ীরা আবার পূর্বের অবস্থায় চলে আসে । পাইকারি ব্যাবসায়ীরা ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত সব মালামাল বিক্রি করে দোকান বন্ধ করে চলে যায় । এর মধ্যে আলুর ব্যাবসায়ীরা অন্যতম ।।এর পরিত্রাণ কবে শেষ হবে তা সচেতন মহলের জিজ্ঞাসা ।