১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল সদস্যদের হত্যাকান্ডের মাধ্যমে মুক্তিযুদ্বের পরাজিত শক্তি , পাকিস্তানীদের প্রেতাত্মারা একাট্টা হয়ে জিন্দবাদ শ্লোগানের মাধ্যমে মুজিব আদর্শ ও জয় বাংলার বিদায় ঘন্টা বাজান । জাতির জনকের দুই কন্যা বিদেশে থাকায় এইযাত্রায় প্রানে বেচে যান । দীর্ঘ সাড়ে ছয় বছর নির্বাসিত জীবন কাটানোর পর ১৯৮১ সালের ১৭মে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে স্বদেশ প্রত্যাবর্তন করেন ।
সেই মাহেন্দ্রক্ষন আমি বাংলাদেশ বিমানের গ্রাউন্ড কর্মী হিসেবে এই ফ্লাইটটি হ্যান্ডলিং এর দায়িত্ব পাই , সিকিউরিটি অফিসার মরহুম বীর মুক্তিযোদ্বা শহীদুল হক মামা সাথে ছিলেন । এই আদর্শিক বোনটির মায়াভরা মুখটি কাছে থেকে দেখার প্রথমবার বিরল সুযোগ ঘঠে । ঢা. বিতে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে অনেক নেতাদের সাথে জানাশুনা ছিল যা আজ ও মনে পরে ,স্মৃতিতে জ্বাজ্বল্যমান । শ্লোগান ছিল রোদ বৃষ্টি আঁধার রাতে , আমরা আছি তোমার সাথে ।
আপুর স্নেহ , আদর এমনকি আপ্যায়নের সুযোগ বেশ অনেকবার পেয়েছি , দেখেছি এ যেন জাতির জনকের অবর্তমানে অবিকল স্তলাভিষিক্ত একজন তেজোদীপ্ত ফিনিক্স পাখি , বাংলার ৫৬ হাজার বর্গমাইল যার দৃষ্টিতে বন্দী , বাবার যোগ্য প্রতিনিধি , উত্তরসুরী । আমি সেই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার কথা বলছি। পিতার হাতে স্বাধীনতা , কন্যার হাতে উন্নয়ন , অর্থনৈতিক মুক্তি । কবি যথার্থই বলেছেন –
🌺শুভ জন্মদিন🌺
কবি বাবলু জোয়ারদার রচিত “একখন্ড বাংলাদেশ “ কবিতার উদ্বৃতিঃ
গতকাল আকাশ থেকে
একটি নক্ষত্র খসে পড়ল
আজ আকাশে একটি নক্ষত্র উদিত হয়ে
রোদের চাদর বিছিয়ে দিল জমিনে
গ্রহনলাগা চাঁদ হৈ চৈ হেসে উঠল
আকাশটা হয়ে গেল একখন্ড বাংলাদেশ ।
জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনাই বাংলাদেশ । তুমি হাসলে বাংলাদেশ হাসে , তুমি জিতলে বাংলাদেশ জিতে । তুমিই ত পুরো বাংলাদেশ ।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু , জয়তু শেখ হাসিনা ।