দৌলতদিয়াতে ২৬০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক -৩
রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে ২০০টি ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী এবং ৬০টি ইয়াবা ট্যাবটেসহ ০১ জন সহ মোট ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ২৫শে সেপ্টেম্বর বিকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদা জানান, ২৪ সেপ্টেম্বর সন্ধায় দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে রাজবাড়ী টু ঢাকা গামী মহাসড়কে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করে যাত্রীবাহী বাস তল্লাশী করে বাসের যাত্রীবেশী তবিবর রহমানের ছেলে মাদক ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান (৪৩), ও মৃত্যু শামসুল আরেফিন এর ছেলে শাহিনুল ইসালাম (৪২) কে ২০০পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে পুলিশ। এর মধ্যে মোস্তাফিজুর ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার গোয়াল পাড়া গ্রামের বাসিন্দা। আর শাহিনুল দিনাজপুর জেলার কোতয়ালি থানার বাহাদুর বাজার এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে উদ্ধার ২০০ পিছ ইয়াবা আনুমানিক মুল ৫০ হাজার টাকারও বেশি।
এছাড়াও একইদিন রাতে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়া (যৌনপল্লী) ভিতর হতে মাদক ব্যবসায়ী ১। রাহেলা (৩৯),কে ৬০পিছ ইয়াবা সহ আটক করে পুলিশ। সে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়ার পুর্ব পাড়ার, মৃত সুরুজ মিয়া মেয়ে ও যৌনপল্লীর রব বাড়ীওয়ালার ভাড়াটিয়া। এর বিরুদ্ধে পূর্বের আরো ০২ টি মাদক মামলা রয়েছে।
পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।