গোয়ালন্দে চাঞ্চল্যকর বিভিন্ন মামলার পলাতক ৩ আসামি গ্রেপ্তার
রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ০১ জন ও নিয়মিত মামলায় ০২ জনসহ সর্বমোট ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বর গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ জানান,দীর্ঘদিন পলাতক থানা থাকার পর পরোয়ানা ভুক্ত আসামী ১। মোঃ আব্দুল গাফ্ফার (৪৪) কে দৌলতদিয়া সামচুমাস্টার পাড়া গ্রামের নিজামের ভাড়াবাড়ী থেকে আটক করা হয়েছে। সে যশোর জেলার কোতয়ালি থানার রায়মানিক কচুয়া গ্রামের আঃ সাত্তার,এর ছেলে। এছাড়াও এজাহার নামীয় আসামী ২। মোঃ আলাউদ্দিন সরদার (৫০), ও ৩। ঝন্টু শাহা (৩৩) কে আটক করে পুলিশ। এর মধ্যে আলাউদ্দিন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মৃত-ইসলাম সরদার, এর ছেলে এবং ঝন্টু একই উপজেলার জুড়ান মোল্লার পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে। পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।