1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. nayakontho@gmail.com : nayakontho :
  3. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীর একটি স্কুলের ২০ পরীক্ষার্থীর কেউ পাস করেনি ওসমানীনগরে  সিসিএসের পরিচিতি ও মতবিনিময়  সভা। আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে চুনারুঘাটে শ্রমিক সুজনকে প্রবাসে পাঠিয়ে প্রতারণা ও নির্যাতন প্রতারক হুসাইন মোল্লার বিরুদ্ধে মানববন্ধন মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন  ভাড়া নিয়ে বিরোধে ইবি শিক্ষার্থীকে হেনস্তা, বাস আটক মাগুরা জেলা জামায়াতের সংবাদ সম্মেলন যারা সাভারের শান্তি নষ্ট করতে চায়,তারা সাভারের শত্রু,জনগনের শত্রু-পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম। পৌরসভা ও বাইপাইল এলাকায় পরিচ্ছন্নতার মহতী উদ্যোগ সুইপার জনকল্যাণ সংগঠনের নেতৃত্বে চলল ড্রেন ও রাস্তা পরিষ্কার কর্মসূচি মানুষ মানুষের জন্য কিডনি রোগে আক্রান্ত জাকির হোসেনের জন্য চ্যারিটি কনসার্টের আয়োজন

রংপুরে মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত

রংপুরে মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত

রংপুর ব্যুরো:

২৫ সেপ্টেম্বর ২০২৩ ইং সকাল ১১ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার অফিসের কনফারেন্স রুমে রংপুর মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটির কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয় এবং সঞ্চালনা করেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম মহোদয়।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন মিঞা, প্রধান নির্বাহী, রংপুর সিটি কর্পোরেশন, রংপুর; জনাব মোঃ সাজেদুর রহমান নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ, রংপুর; জনাব মোহাম্মদ শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী, এলজিইডি, রংপুর; পুলিশ সুপার, রংপুর জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী; জনাব মোঃ রেজাউল ইসলাম রংপুর চেম্বার অব কমার্স, রংপুর; জনাব মোঃ আতিক উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট, মেট্রো চেম্বার, রংপুর; জনাব একে চৌধুরী (ক্যাপ্টেন), সিনিয়র সহ-সভাপতি, রংপুর জেলা মটর মালিক সমিতি, রংপুর; জনাব মোঃ আশরাফ আলী, সহ-সভাপতি, রংপুর ট্রাক শ্রমিক ইউনিয়ন, রংপুর সহ রংপুর মেট্রোপলিটন পুলিশ ও বিভিন্ন জেলা মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
উক্ত সভা রংপুর মহানগরীর যানজট নিরসন ও যাত্রী-পণ্য পরিবহন নির্বিঘ্ন করার লক্ষ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রংপুর সিটি কর্পোরেশনের প্রতিনিধি, পরিবহন বিভাগের মালিক-শ্রমিক সংগঠনের নেতাকর্মীবৃন্দের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
আলোচনায় সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বলেন সরকারের নীতি বাস্তবায়ন করাই আমাদের কাজ। এজন্য জনগণকে সরকার নির্ধারিত আইন বিধি মেনে-বুঝে সে অনুযায়ী চলতে হবে। তিনি
সকলের সহযোগিতা কামনা করেন, সকলকে যথাযথ ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। এজন্য মহানগর এলাকায় ফিটনেস বিহীন গাড়ি, লাইসেন্স, রেজিস্ট্রেশন, রুট পারমিট ব্যাতিত চলাচল করতে পারবে না।
আবার রংপুর মহানগরে চলাচলরত ৯০% গাড়ি এক ধরনের রেজিস্ট্রেশনকৃত হলেও তা অন্যভাবে চালায় অর্থাৎ এম্বুলেন্স এর লাইসেন্স করা গাড়ি প্রাইভেট হিসেবে ব্যবহার করে। এই ধরনের ক্ষেত্রে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং প্রথমদিকে এখন আমরা ধীরে চলনীতি অবলম্বন করলেও এ ধরনের পরিস্থিতি অব্যাহত থাকলে আমাদের শেষ পর্যন্ত আমাদের কঠোর নীতি অবলম্বন করতে হবে। সরকার এবং আমাদের উদ্দেশ্য একটাই, সবকিছুকে একটা সিস্টেমে নিয়ে আসা।
এছাড়া তিনি কর্তৃপক্ষকে নগরীর যানজট নিরসনে রাস্তার পাশে বিল্ডিং এর অনুমোদনের ক্ষেত্রে ট্রাফিক পুলিশের অনুমতি গ্রহণ এবং রাস্তার দুই পাশে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ ফাঁকা জায়গা নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি ঢাকা বাস টার্মিনাল, কামারপাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বক্স নির্মাণের পরিকল্পনার কথা জানান। আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে মহানগর এলাকায় সিটি সার্ভিস চালুর সিদ্ধান্তের বিষয়ে জেলা মটর মালিক এবং রংপুর চেম্বার অব কমার্স ও মেট্রো চেম্বার প্রতিনিধিগণ আশ্বস্ত করেন। উক্ত সভায় সিটি সার্ভিস চলাচলের জন্য তিনটি রুট প্রস্তাবিত হয়। আর এজন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়, যারা আগামী এক সপ্তাহের মধ্যে রুট, স্টপেজ, রাস্তা প্রসস্থ ও সংস্কার করার বিষয়ে তাদের সুচিন্তিত মতামত পেশ করবেন।
উক্ত আলোচনা সভায় ট্রাফিক যানজট নিরসনে ইজিবাইক লেন/লাইন নির্দিষ্টকরণ সহ সেগুলোকে কালার কোড ব্যবহারের মাধ্যমে, রেজিস্ট্রেশনকৃত গাড়ি সমূহ চলাচল করার ব্যাপারে সিদ্ধান্ত হয়।
নগরীতে পরীক্ষামূলকভাবে তিনটি জায়গায় ডিজিটাল ট্রাফিক সিস্টেম চালু করা হলেও রংপুর সিটি কর্পোরেশনের মাধ্যমে ভবিষ্যতে তা সম্পূর্ণ নগরীতে চালু করার আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD