বালিয়াকান্দি উপজেলায় এনজিও সমন্বয় কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
মো. আজমল হোসেন
বালিয়াকান্দি(রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এনজিও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ মে) সকাল ১১ টায় বালিয়াকান্দি উপজেলা হল রুমে এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা এনজিও সমন্বয়কারি ও এ্যাসেড সংস্থার নির্বাহী পরিচালক মো. শাজাহান ছিদ্দিক, সহ-সমন্বয়কারী মো. মোকাররম হোসেন, ব্রাক এনজিওর এরিয়া ম্যানেজার রাশেদা বেগম প্রমুখসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা ও এনিজও কর্মীবৃন্দ।
এসময় উপস্থিত সকলে উপজেলার উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। এলাকার স্বল্প আয়ের মানুষ এবং কৃষকদের স্বল্প সুদে ঋন প্রদান এবং দরিদ্রদের বিভিন্ন কাজে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা সম্পর্কে আলোচনা করেন।।