রাজবাড়ীতে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
রাজবাড়ীতে সাপের কামড়ে নার্গিস আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি সদর উপজেলার ভবানীরপুর গ্রামের নয়ন শেখের স্ত্রী।
নয়ন শেখ বলেন, তাদের বিয়ে হয়েছে সাত বছর আগে। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বাড়িতে যান। বাড়িতে গিয়ে জানতে পারেন, তাঁর স্ত্রীকে কিসে যেন কামড় দিয়েছে। তাকে দূরত্ব ভাবে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌছানোর পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, কোন সাপে কামড় দিয়েছে তা কেউ বলতে পারেনি।রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাওন শারমীন বলেন, ওই নারীকে সাপে কেটেছে। তিনি হাসপাতালে পৌছানোর আগেই মারা গেছেন।