আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মদন পৌর এলাকার বিভিন্ন বাজারে ও গ্রামে গণসংযোগ করেছেন নেত্রকোনা -৪ আসনে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী
মমতাজ হোসেন চৌধুরী। ২২ সেপ্টেম্বর শুক্রবার দেও সহিলা মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মমতাজ হোসেন চৌধুরী পৌর এলাকার দেওয়ান বাজার এলাকায় শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট চেয়ে তিনি গণসংযোগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য মনির হোসেন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনোয়ার হোসেন চৌধুরী , নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি রানা আহমেদ খান, উপজেলা শ্রমিক লীগের সাবেক নেতা মোঃ আরজাহান ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগের নেতা ও কর্মীবৃন্দ।