চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে চতুর্থ শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সারে ১১ টায় সদর উপজেলার মালোপাড়া পিয়ার বিশ্বাসের ঘাটে বন্ধুদের সাথে গোসল করতে নেমে আহসান হাবিব শিপন (১১) নামে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
শিপন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মাঝ পাড়া বালি গ্রাম ৬ নং ওয়ার্ডের মোঃ টুটুল আলীর ছেলে ও ৬নং জোতপ্রতাপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্র।
মৃত্যু শিপনের বাবা টুটুল আলী জানান, সে সাইকেল মেরামত করার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়ে, কাউকে না বলে নদীতে গোসল করতে নামলে নদীর স্রোতে পানিতে ভেসে গেলে সাঁতার না জানার কারনে পানিতে ডুবে আমার ছেলের মৃত্যু হয়।
পরবর্তীতে আমারা খবর পেয়ে ঘটনাস্থলে যেয়ে নদীতে ডুবন্ত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে জেলা হাসপাতাল, চাঁপাইনবাবগঞ্জে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলে আহসান হাবিব শিপনকে মৃত ঘোষনা করেন।
এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘরনাস্থলে পুলিশ যায় তার পরিবারের কোনো অভিযোগ না থাকাই ও ময়না তদন্ত ছাড়া লাশ দাফনের আবেদনে তার পরিবারারে কাছে লাশটি হস্তান্তর করা হয়।