ঝিনাইদহে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬
অদ্য (২৩সেপ্টেম্বর) ২০২৩ ইং রাতে র্যাব-৬(ঝিনাইদহ ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার জিআর নং- ২১১/০৮ এর ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত এবং ১০,০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী ঝিনাইদহ জেলার সদর থানার হাটখোলা বাজারস্থ এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার সদর থানার হাটখোলা বাজারস্থ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামী- মোঃ খলিলুর রহমান(৭৫), পিতা- মৃত মোসলেম শেখ, সাং- হামদহ মোল্লাপাড়া, থানা- সদর, জেলা- ঝিনাইদহকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।