ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির প্রস্তুতি সভায় হামলা- ও ভাংচুর।
ঝিনাইদহ জেলা শৈলকুপা উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভায় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ ৩ জন আহত। থানা বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল হোসেন মোল্লা জানান, বিএনপির চলমান আন্দোলন কর্মসূচী নিয়ে ২৩/০৯/২০২৩ইং শনিবার বিকেলে ডাউটিয়া বাজারে একটি প্রস্তুতি মিটিং চলছিল। এ সময় রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের নেতা কর্মী অতর্কিত হামলা চালায় বলে বিএনপির দাবী। নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। অপরদিকে থানা আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে- তাদের কোন সমর্থক এ ঘটনার সাথে জড়িত নয়।