সাভারে সেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা উদযাপন।
গত ২২-০৯-২০২৩ তারিখ রোজ শুক্রবার বেলা ২.৩০ মিনিটের সময় সাভারে সেচ্ছাসেবী সংঘঠন আন-নূর ব্লাড ডোনেশন টিম এর আয়োজনে নামা গেন্ডায় ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলন মেলার আয়োজন করা হয়।
উক্ত মিলন মেলায় বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে ৫৫ টি সেচ্ছাসেবী সংঘঠনের প্রায় ২০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাঃ মোহাম্মদ সায়েমুল হুদা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাভার উপজেলা, সাভার, ঢাকা।
প্রধান মেহমান ছিলেন আল্লামা মুহিউদ্দিন রাব্বানী দা. বা., প্রধান পৃষ্ঠপোষক, আন-নূর ব্লাড ডোনেশন।
বিশেষ আলোচক ছিলেন মাওলানা আহমাদ আলী কাসেমী দা. বা., উপদেষ্টা, আন-নূর ব্লাড ডোনেশন।
বিশেষ অতিথি ছিলেন মাওলানা আলী আজম দা. বা., উপদেষ্টা, আন-নূর ব্লাড ডোনেশন।
সভাপতিত্ব করেন মাওলানা আফসার মাহমুদ, নির্বাহী পরিচালক, আন-নূর ব্লাড ডোনেশন।
উপস্থাপনা করেন উদ্ধারকর্মী মোঃ রাজিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ম্যান ফর ম্যান ফোর্স, সাভার, ঢাকা, বাংলাদেশ।
পরিচালনা ও সার্বিক তত্বাবধায়নে ছিলেন মোঃ তাজুল ইসলাম, সভাপতি, আন-নূর ব্লাড ডোনেশন ও মোঃ আলামিন, সাধারন সম্পাদক, আন-নূর ব্লাড ডোনেশন ও সংঘঠনের অন্যান্য সদস্য বৃন্দ।
মিলন মেলা অনুষ্ঠানে আমন্ত্রিত সেচ্ছাসেবী রক্তদাতা মানবদরদী অতিথিদের মেহমানদারী করানো হয় এবং প্রত্যেক সংঘঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।