প্রকাশিত সংবাদের প্রতিবাদ
১৩ সেপ্টেম্বর অগ্রযাত্রা সহ কয়েকটি অনলাইন পোর্টাল ও সোশ্যাল মিডিয়া ফেসবুক আইডিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।
মোঃ আল আমিন খান
প্রকাশিত অনলাইন পোর্টাল ও ফেসবুক আইডিতে উল্লেখিত চাঁপাইনবাবগঞ্জের আল আমিন দুবাই থেকে প্রবাসী দুই বাংলাদেশী আরও বেশ কয়েকজন বিদেশীর টাকা আত্মসাৎ করে দেশে পালিয়ে এসেছেন। আল আমিন খান উভয় বাংলাদেশীকে স্বল্প মূল্যে ফ্ল্যাট ভাড়া নিয়ে দেবার প্রলোভন দেখিয়ে অগ্রিম তার কাছে টাকা জমা দিতে বলেন। সরল মনে ভুক্তভোগী ইশতিয়াকসহ অপর বাংলাদেশী ফ্ল্যাট ভাড়া বাবদ অগ্রিম মোট ২২ হাজার ৮৭৭ দিরহাম যা বাংলাদেশী টাকায় ৭ লক্ষ ৩২ হাজার ৬৪ টাকা দেন।
টাকা নিয়ে প্রতারক আল আমিন খান ভুক্তভোগীদের বলেন, কয়েকদিনের মধ্যেই ফ্লাট রেডি হলে তারা ফ্ল্যাটে উঠতে পারবেন। কিন্তু কয়েকদিন পর হঠাৎ করে আল-আমিন খানের নম্বর বন্ধ পেলে ভুক্তভোগীরা আলামিন খানের অফিসে গিয়ে জানতে পারেন সে বাংলাদেশে চলে গেছে কাউকে কিছু না জানিয়ে। শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্ম ক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছেন। প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকৃতপক্ষে আমি কনো ফ্লাট বা প্লটের মালিক নই। আমি কি ভাবে করো কাছে ফ্লাট ভাড়া দেব এটা কনো মতোই সম্ভব নয়। আমি দুবাইতে চাকরি করি, ভাড়া বিষয়ে কথা হলে সরাসরি মালিকপক্ষের সাথে কথা বলতে হয়। এ বিষয়ে আমার সাথে কোন আর্থিক লেনদেন হয়নি।
মোঃ আল আমিন খান
বারঘরিয়া ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ সদর চাঁপাইনবাবগঞ্জ