সাভার বংশাই নদীতে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার।
স্টাফ রিপোর্টারঃ মোঃ রাজিবুল ইসলাম।
গত ২০-০৯-২০২৩ তারিখ সাভার ধামরাই দুই থানাস্থ অববাহিকায় বয়ে চলা বংশাই নদীতে আনুমানিক বেলা ১২.৩০ মিনিটের সময় ভাসমান অজ্ঞাত একটি লাশ ভেসে যেতে দেখা যায়।
সাভার এলাকার নৌকার মাঝিরা দেখতে পেয়ে সেচ্ছাসেবী সংঘঠন ম্যান ফর ম্যান ফোর্স এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক উদ্ধারকর্মী মোঃ রাজিবুল ইসলামকে মোবাইলে কল করে অবগত করেন। খবর পেয়ে মোঃ রাজিবুল ইসলাম তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল ধামরাই থানাস্থ কাইজারকুন্ড চলে যান। তিনি নদীতে ভাসমান অবস্থায় লাশটিকে দেখতে পেয়ে ধামরাই থানা পুলিশ ও আমিন বাজার নৌ পুলিশকে অবগত করেন।
ঘটনাস্থলে ধামরাই থানা পুলিশ ও আমিন বাজার নৌ পুলিশ উপস্থিত হোন।
উদ্ধারকর্মী মোঃ রাজিবুল ইসলাম অজ্ঞাত ভাসমান গলিত লাশটিকে নদী থেকে সন্ধা আনুমানিক ৬.৩০ মিনিটের সময় উদ্ধার করেন।
উদ্ধার করার সময় ধামরাই থানার এসআই মোঃ ফাহাদ ও নৌ পুলিশ এএসআই মোঃ লিয়াকত আলি ও অন্যান্য পুলিশ সদস্য, স্থানীয় গ্রাম পুলিশ এবং অত্র এলাকার শতাধিক জনগন উপস্থিত ছিলেন।
অজ্ঞাত গলিত লাশটিকে ডিএনএ টেষ্টের জন্য আমিন বাজার নৌ পুলিশ থানায় নিয়ে গেছে।
লাশটিকে থানায় নেওয়ার পূর্ব মূহুর্ত পর্যন্ত মৃত ব্যাক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।